যবিপ্রবির দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার, ঘটনা তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক যবিপ্রবি
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০২২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম হৃদয় ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ। তারা দুজনই ছাত্রলীগ নেতা।

ওই আদেশে বলা হয়, ১৬ অক্টোবর ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অস্ত্রধারী মনিরুল ইসলাম ও আসিফ আহমেদকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলাকালে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তদন্ত কমিটিতে যবিপ্রবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানকে আহ্বায়ক করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন, প্রক্টর ড. হাসান মো. আল ইমরানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।