বাসে অর্ধেক ভাড়া দেওয়ার সুবিধা পাবেন জবি শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ৩০ অক্টোবর ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে দিয়ে চলাচলকারী সব বাসে শিক্ষার্থীরা এখন থেকে অর্ধেক ভাড়া দেওয়ার সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী অর্ধেক ভাড়া দেবেন বলেও সিদ্ধান্ত হয়।

রোববার (৩০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী পরিবহন শ্রমিকদের মধ্যে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ মতবিনিময় সভা হয়।

সভার অন্য সিদ্ধান্তগুলো হলো-অর্ধেক ভাড়া দেওয়ার সময় পরিবহন শ্রমিকদের সুবিধার্থে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাহাদুর শাহ পরিবহন চলতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের গেটে যেকোনো সময় কোনো গাড়ি পার্কিং করা যাবে না।

এছাড়া সভায় প্রক্টরের পক্ষ থেকে শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের মধ্য থেকে যে কেউ কোনো ধরনের হয়রানির শিকার হলে প্রক্টর অফিসে অভিযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি এবং বাস মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শান্ত রায়হান/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।