বুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৩১ অক্টোবর ২০২২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সোমবার (৩১ অক্টোবর) বুয়েটের উপাচার্যের কার্যালয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে উচ্চশিক্ষা, গবেষণা, পাবলিকেশন, অ্যাকাডেমিক তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময় করবে প্রতিষ্ঠান দুটি।

বুয়েটের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তথ্য প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরিচালক (গবেষণা) উপস্থিত ছিলেন।

এমএইচএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।