ইবি`র ঘটনায় তিন হাজার শিক্ষার্থীর নামে মামলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসচাপায় এক ছাত্রের মৃত্যুতে বাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা দুই থেকে তিন হাজার শিক্ষার্থীর নামে একটি মামলা হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে ইবি থানার পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববারের ঘটনায় বাসে অগ্নিসংযোগ-ভাংচুর, পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধা প্রদান করায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত দুই থেকে তিন হাজার শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। মামলা নং-১২।
প্রসঙ্গত, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়াকরা ৩৪টি বাসে অগ্নিসংযোগ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বেশ কয়েকটি বাসে ব্যাপক ভাংচুর চালায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।