শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

উপাচার্যের বাসার সামনে বসার পর দাবি মেনে নিলো প্রশাসন

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৪৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৭৭ ব্যাচের সেশনজট কমানো ও দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি মেনে নিয়েছে প্রশাসন। বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে ৭৭ ব্যাচের শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার পর দাবি মেনে নেওয়া হয়।

আরও পড়ুন: দেশের তৃতীয় গবেষণা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

উপস্থিত শিক্ষার্থীরা জাগো নিউজকে বলেন, আমাদের দেওয়া কোর্স শিডিউল শিক্ষকরা মেনে নিয়েছের। রুটিন অনুযায়ী ক্লাস হবে। সেশনজট কমাতে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন শিক্ষকরা।

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) সেশনজট কমানোর দাবিতে ৭৭ ব্যাচের শিক্ষার্থীরা অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের আ ফ ম বাহাউদ্দীন নাসিম প্রশাসনিক ভবনের সামনে। পরে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে মিটিং করে তাদের দাবি মেনে নেবে এমন আশ্বাস দেওয়ায় তারা অবস্থান কর্মসূচি ত্যাগ করেন।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।