গবেষকদের ওপর নির্ভর করছে স্মার্ট বাংলাদেশ: ড. সাজ্জাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

স্মার্ট বাংলাদেশ হতে হলে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সাস্ট রিসার্চ সেন্টারের আয়োজনে ‘রিসার্চ ফাইন্ডিংস’ বিষয়ক দুই দিনব্যাপী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিশ্বসেরার তালিকায় জবির ৫০ গবেষক

ড. সাজ্জাদ হোসেন বলেন, গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। করোনাকালেও গবেষকরা কঠোর পরিশ্রম করেছেন। এখন সর্বক্ষেত্রে গবেষণা বাজেটও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, নিজের ওপর বিশ্বাস রাখুন। বাংলাদেশ, বাঙালি ও মুক্তিযুদ্ধের ওপর বিশ্বাস রাখুন। আমরা কৃষি ক্ষেত্রে যে গবেষণাগুলো করে থাকি আমার মনে হয় সেগুলো পৃথিবীর মধ্যে অন্যতম সেরা গবেষণা। সে কারণে আমরা একটি ছোট ভূমিতেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের আইসিসিডিআরবিসহ বিভিন্ন জায়গায় যে গবেষণা হয়ে থাকে সেগুলো আন্তর্জাতিক মানের দিক দিয়ে অনেক উন্নত। কারণ আমাদের মেধাবী গবেষকরা আছেন। তবে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়েছে সে কারণে হয়তো আমরা র্যাংকিংয়ে পিছিয়ে রয়েছি।

আরও পড়ুন: ঢাবিতে খুদে গবেষক সম্মেলন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, দেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও ভোট অব থ্যাংকস প্রদান করেন রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. এ জেড এম মানজুর রশিদ।

সম্মেলনে ১৬টি টেকনিক্যাল সেশন ১৪৪টি গবেষণার ফলাফল উপস্থাপন করা হবে।

নাঈম আহমদ শুভ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।