চূড়ান্ত ভর্তির পরও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ১৪৪ আসন খালি

ফাইল ছবি
চূড়ান্ত ভর্তির পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের তিন ইউনিটে ১৪৪ আসন খালি রয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শাবিপ্রবি ভর্তি আবেদনের ফল ১০ ডিসেম্বরের মধ্যে
তিনি বলেন, ২৫ জানুয়ারি বুধবার চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় প্রশাসন ইউনিটে ১৪৪ আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদে ১২৭টি, মানবিক অনুষদে ১৩টি ও ব্যবসায় প্রশাসন অনুষদে ৪টি আসন ফাঁকা রয়েছে।
নাঈম আহমদ শুভ/আরএইচ/জেআইএম