জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মধ্যরাতে নিরাপদ ক্যাম্পাস দাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা চৌরঙ্গী এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে স্লোগান নিয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেন।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইজারল্যান্ড সংলগ্ন রাস্তায় হাঁটার সময় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষার্থী (৫১ তম ব্যাচ) জাহিদকে একটি বাইক ধাক্কা দেয় এবং টেনে-হিঁচড়ে নিয়ে যায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন দর্শন বিভাগের স্নাতকোত্তরের (৪৫তম ব্যাচ) শিক্ষার্থী ফেরদৌস মাহমুদ নিওন। এতে গুরুতর আহত হয়ে জাহিদ সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রেক্ষিতে নিরাপদ ক্যাম্পাসের দাবি তোলেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে ‘উড়ো চিঠি’

উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীরা চার দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। দাবিগুলো হলো- আহতের চিকিৎসা এবং শিক্ষা ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে, অভিযুক্তকে যথাযথ শাস্তি দিতে হবে, মোটরসাইকেলসহ অটোরিকশার গতি নিয়ন্ত্রণ করতে হবে এবং হলগুলোর সামনে গতিরোধক স্থাপন করতে হবে।

University

আহত শিক্ষার্থীর বিষয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ বলেন, আমরা আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসক জানিয়েছেন জাহিদের মস্তিষ্কের বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান উপাচার্য ভবনের সামনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা শুক্রবার

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বাসভবন থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়গুলো শোনেন। এসময় উপাচার্য বলেন, আহতের ব্যয়ভার বিশ্ববিদ্যালয় থেকে বহন করা হবে। বাইক চালক দোষী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইনে বিচার নিশ্চিত করা হবে। বাইক-অটোরিকশার গতি নিয়ন্ত্রণসহ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে স্পিড ব্রেকার নির্মাণ করা হবে।

মাহবুব সরদার/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।