শাহজালাল বিশ্ববিদ্যালয়
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে হাসপাতালে শিক্ষার্থী

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন তাওয়াফ হৃদয় নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কিলোরোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত তাওয়াফ হৃদয় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কিলোরোড দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন তাওয়াফ। পথে একটি কুকুর সামনে চলে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, ‘ওই ছাত্রের ঘাড়ের নিচের হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
নাঈম আহমদ শুভ/এসআর/জিকেএস