শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার সাড়ে ৫ মাস পর হচ্ছে ওরিয়েন্টেশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ (শেকৃবি) কৃষিতে ডিগ্রি প্রদানকারী দেশের আট পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ১০ সেপ্টেম্বর। গুচ্ছভর্তি ব্যবস্থার নেতৃত্বে ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ভর্তির ফলাফল প্রকাশ করা হয় পাঁচদিন পর ১৫ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষার প্রায় সাড়ে পাঁচ মাস পর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর ডাক দিয়েছে শেকৃবি প্রশাসন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২/২০২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি কমপ্লেক্সের তৃতীয়তলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পড়ে আছে ৮০ কোটির হল, আবাসন সংকটে শিক্ষার্থীরা

এতে আরও বলা হয়, ওরিয়েন্টেশনের দিন ছাত্রছাত্রীদের সকাল সাড়ে ৮টা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ১ মার্চ থেকে স্ব-স্ব অনুষদের রুটিন মোতাবেক তাদের নিয়মিত ক্লাস শুরু হবে।

ওরিয়েন্টেশন এবং ক্লাস দেরিতে শুরু হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম জাগো নিউজকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ফাঁকা আসনে ভর্তির জন্য ডেকে আসছি কিন্তু আসন পূরণ হয় না।

আরও পড়ুন: দেশের তৃতীয় গবেষণা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, ৫০০ ফাঁকা আসনের জন্য ডাকলে আসে ১০০ শিক্ষার্থী। আবার বেশি শিক্ষার্থীও ডাকতে পারি না। অনেকে কৃষি গুচ্ছে ভর্তি হওয়ার পর ভর্তি বাতিল করে সাধারণ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। ফলে ফের আসন ফাঁকা হচ্ছে। এ জন্য আমরা কিছুটা ধীরগতিতে ভর্তি নিয়েছি। এ দুটি কারণেই কিছুটা দেরি হয়েছে।


তাসনিম আহমেদ তানিম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।