অছাত্রদের হল ছাড়তে ৭ দিন সময় দিলেন জাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৫ মার্চ ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবৈধ এবং অছাত্রদের আবাসিক হল ছাড়তে ৭ দিনের সময় দিয়ে নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

রোববার (৫ মার্চ) দুপুরে গণরুম বিলুপ্তির দাবিতে প্রগতিশীল শিক্ষার্থীদের অবরোধ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।

উপাচার্য বলেন, ‘কাল একটি নোটিশ দেওয়ার চেষ্টা করবো। আগামী ৭ দিনের মধ্যে ৪২, ৪৩, ৪৪তম ব্যাচসহ অবৈধ এবং অছাত্র যারা আছে সবাইকে হল ছাড়ার নির্দেশনা দেবো। প্রক্টরিয়াল বডি এবং প্রভোস্ট কমিটির লোকজনদের সঙ্গে বসে এ ব্যাপারে আলোচনা করবো।’

এর আগে গণরুম-মিনিগণরুম উচ্ছেদ করে বৈধ শিক্ষার্থীদের আসন, পড়ার টেবিল-চেয়ার নিশ্চিতসহ ৩ দফা দাবিতে সকাল ৯টা থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

হল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী স্নাতকোত্তরের চূড়ান্ত একাডেমিক কার্যক্রম শেষ করার ৭ দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে।

কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, আবাসিক হলগুলোতে ৪৩, ৪৪ এবং ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের চূড়ান্ত একাডেমিক কার্যক্রম বেশ আগে শেষ হলেও তারা হলগুলোতে থাকছেন। এতে করে নবীন ব্যাচের (৫১তম ব্যাচ) শিক্ষার্থীদের গণরুমে থাকতে হচ্ছে।

মাহবুব সরদার/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।