শেকৃবিতে দেড় হাজার বিদেশি পাখির প্রদর্শনী

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২২ এএম, ১১ মার্চ ২০২৩

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাহারি রকমের বিদেশি পোষা পাখির প্রদর্শনী হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ছাত্র শিক্ষক কেন্দ্রে এ প্রদর্শনী হয়।

এটি আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক পোষা পাখির গ্রুপ এভিয়ান কমিউনিটি। প্রদর্শনীতে ৬০০ খামারি তাদের পাখি প্রদর্শন করেন। এতে ২৫ প্রজাতির প্রায় এক হাজার ৫০০টি পাখি ছিল। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে পাঁচ ক্যাটাগরিতে পাখিদের প্রতিযোগিতা হয়। ১৫টি পাখিকে বিজয়ী ঘোষণা করে তাদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন: শীতকালে পোষা পাখির যত্নে করণীয়

প্রদর্শনীতে এভিয়ান কমিউনিটির সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে তাদের পোষা পাখিগুলো নিয়ে আসেন। আয়োজকরা জানান, মাদক থেকে দূরে রাখতে যুব সমাজকে পাখি পোষায় উদ্বুদ্ধ করতেই এ প্রদর্শনীর আয়োজন করেছে।

jagonews24

কাঁটাবন থেকে আসা এংরি বার্ড বিডি পেট শপের মালিক আহসান রাজ বলেন, বাংলাদেশে সৌখিন পোষা পাখির অনেক চাহিদা রয়েছে। আগে যেখানে সব পাখি বাইরে থেকে আনতে হতো, এখন আমাদের দেশেই প্রজননের মাধ্যমে পাখি উৎপাদন করা হচ্ছে।

আরও পড়ুন: ‘পোষা পাখি’ আইন কার্যকর না করার দাবি

তিনি বলেন, প্রদর্শনীতে আমরা ভালো সাড়া পেয়েছি। আমি ম্যাকাও পাখি নিয়ে এসেছি। এটি সাউথ আমেরিকার ব্রিড। আমাদের আশার কথা বাংলাদেশেও ব্রিড শুরু হয়েছে। ম্যাকাও মানুষের মতো হুবহু কথা বলতে পারে। আপনি যেভাবে একে ট্রেইন করবেন সেভাবেই বেড়ে উঠবে। তাই মানুষ এগুলো সন্তানের মতো করেই পুষে থাকে।

বনানী থেকে মায়ের সঙ্গে পাখি প্রদর্শনী দেখতে আসে ছোট্ট জিসান বলে, অনেক ধরনের পাখি দেখলাম। বাসায় পাখি পালন শুরু করবো।

আরও পড়ুন: পোষা পাখি উড়ে গেছে, খোঁজ দিলেই ১০ হাজার টাকা

এভিয়ান কমিউনিটি বাংলাদেশের সভাপতি আলী চৌধুরী জাগো নিউজকে বলেন, বন ও দোকানে নয়, যারা খাঁচায় পাখি পোষে সে সব পাখিকে জনপ্রিয় করে সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং সংগঠিত করার জন্য আমাদের এ আয়োজন। শুধু শখ না বৈদেশিক মুদ্রা অর্জনেও এটি খুবই সম্ভাবনাময়। বিদেশে বর্তমানে প্রচুর খাঁচার পাখি রপ্তানি হচ্ছে, আমরাও আমাদের দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় বিদেশি পাখি পালনকে শিল্পে পরিণত করতে চাই।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।