বহিরাগত ঠেকাতে কঠোর হচ্ছে রাবি প্রশাসন, কমানো হবে গেটের সংখ্যা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৩ মার্চ ২০২৩

স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত গেট থাকায় এমন সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আমরা গেটের সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ করছি।

সোমবার (১৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে একথা বলেন উপাচার্য। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে। মঙ্গলবার (১৪ মার্চ) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে।

সূত্র জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি গেট রয়েছে। এসব গেট দিয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা যাতায়াত করেন। এ ছয়টি গেট বাদেও ছোটখাট বেশ কয়েকটি পথ রয়েছে, যেখান দিয়ে ক্যাম্পাসে যাওয়া-আসা করা যায়। এসব গেট ও পথ দিয়ে অনেক সময় বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন। এজন্য গেট কমিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে রাবি প্রশাসন।

আরও পড়ুন: সব দাবি মেনে নেওয়ার আশ্বাস, কাল থেকে ক্লাস-পরীক্ষা শুরু

ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রাবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের দৌরাত্ম্য বেড়ে গেছে। ক্যাম্পাসে মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হবে। সন্ধ্যার পর থেকে কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও তাদের আইডি কার্ড দেখাতে হবে।’

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে এক রাবি শিক্ষার্থীর সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতভর দফায় দফায় সংঘর্ষ চলে। ব্যবসায়ীদের ইটপাটকেল এবং পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে শতাধিক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন: থমথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম হুমায়ুন কবীরকে প্রধান করা হয়েছে।

এরআগে অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেন।

একই ঘটনায় মামলা করেছে মতিহার থানা পুলিশ। এতে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।