চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষা সামনে রেখে উচ্ছেদ অভিযান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৪২ পিএম, ০৫ মে ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। এর কিছুদিন পর অনুষ্ঠিত হবে চবির নিজস্ব ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের যত্রতত্র লাগানো ব্যানার ফেস্টুন সরাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৫ মে) বিকেল ৫টায় ক্যাম্পাসের আবদুর রব হলের সামনের ব্যানার সরানোর মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলে রাত ১০টা পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, স্থাপনা, হলের দেয়ালে থাকা ব্যানার অপসারণ করা হয়। পাশাপাশি বিভিন্ন গাছে থাকা ফেস্টুন ও তুলে ফেলা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় নির্ধারিত এরিয়ার বাইরে থাকা দোকান পাটের অংশ সরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, স্টেশনে অনুমতি ব্যাতিত থাকা দোকান অপসারণ করা হয়।

দীর্ঘক্ষণ ধরে চলা এ উচ্ছেদ অভিযানে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা, প্রক্টর অফিস, প্রকৌশল দপ্তর, নিরাপত্তা দপ্তর ও হাটহাজারী উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।

jagonews24

চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য এ অভিযান চালানো হচ্ছে। এটি নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়া আগামীকাল (৬ মে) থেকেই ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আমরা চাই না নবাগতরা অগোছালো ক্যাম্পাস দেখুক। দোকানপাট উচ্ছেদের আগে আমরা সবাইকে চিঠি দিয়েছি যেন নির্ধারিত জায়গার বাইরে না যায়। এরপরও যারা কথা শোনেনি তাদের বর্ধিত অংশ সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শহীদ মিনার প্রাঙ্গণের তিনটি স্থায়ী দোকান পুরোপুরি উচ্ছেদ করেছি। লেডিস ঝুপড়ির কয়েকটি দোকানের বর্ধিত অংশ অপসারণ করেছি। কিছু দোকান লিখিত প্রতিশ্রুতি দিয়ে সময় চেয়েছে। তাদের সময় দেওয়া হয়েছে।

আহমেদ জুনাইদ/এএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।