সংসদের মেয়াদ কমপক্ষে দুই বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি অধ্যাপকের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৩ মে ২০২৩

প্রাকৃতিক দুর্যোগ কিংবা করোনার কারণ দেখিয়ে নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও ৫ বছর বা অন্তত দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ে গত শিক্ষক সমিতির নির্বাচনে তাকে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল থেকে মনোনয়ন না দিলে তিনি সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি।

সোমবার (২২ মে) ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশে এই আহ্বান জানান ড. জামাল উদ্দিন।

তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচন হওয়ার প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু কী ধরনের মহাদুর্যোগের ভেতর দিয়ে দেশ চলেছে! দেশের অর্থনীতিসহ সব জায়গায় আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছি। সেটি কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সে কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সুশীল সমাজ, রাজনৈতিক দলসহ সবার কাছে আবেদন জানাই, আগামী ছয় মাস পরে যে আমাদের জাতীয় নির্বাচন। যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা করোনার কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো কারণ নাই, কোনো দরকারও নাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলেই জাতীয় সংসদে এই সংসদের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করতে পারেন। না হয় অন্তত দুই বছর হলেও যেন বাড়ানো হয়। কারণ অন্তত দুই বছর করোনার কারণে ঠিকভাবে কাজ করতে পারে নাই, দেশ সঠিকভাবে পরিচালিত হয় নাই।

আওয়ামীপন্থি এ শিক্ষক বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন, সরকার সবার কাছে আহ্বান জানাই। এ ধরনের পরিস্থিতিতে যখন আমরা সামাজিক, অর্থনৈতিকসহ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছি, সে সময়ে এ ধরনের জাতীয় নির্বাচনের নামে হানাহানি, হুমকি তারা দিচ্ছে। এ পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনের কোনো বাধ্যবাধকতা নাই।

আল সাদী ভূঁইয়া/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।