প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৩ মে ২০২৩

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি সাইন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত মোড় হয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/c-2-20230523144219.jpg

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করবো।’

বিএনপি নেতার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচি থেকে আবু সাইদ চাঁদকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

নাহিদ হাসান/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।