শেরেবাংলায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:০২ এএম, ২৪ মে ২০২৩

বিশ্বব্যাপী জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২টায় শেকৃবি ছাত্রলীগের কার্যালয় থেকে শোভাযাত্রা ও আনন্দ মিছিল শুরু করে শাখা ছাত্রলীগ। স্লোগান ও ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আ ফ ম বাহাউদ্দীন প্রশাসনিক ভবনে শাখা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ শোভাযাত্রা।

অনুষ্ঠানে শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। আজ তার যে প্রকল্প এবং ভিশন ও মিশন, তা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। কমিউনিটি ক্লিনিক ছিল শেখ হাসিনার একটি প্রকল্প যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সব জনগণ নাগরিক সেবা পাবে এবং এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে।

তাসনিম আহমেদ তানিম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।