জাবির গণরুম বিলুপ্তির দাবিতে ৩ দিন ধরে অনশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে গণরুম বিলুপ্তসহ তিন দফা দাবিতে তিনদিন ধরে অনশন করছেন সামিউল ইসলাম প্রত্যয় নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের (৪৯ তম ব্যাচের) ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।
বুধবার (৩১ মে) রাত থেকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনের খেলার মাঠে অবস্থান নেন তিনি। শনিবার (৩ জুন) বিকেল পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। এসময় তাকে ৩ দফা দাবিতে অনশন লেখা প্ল্যাকার্ড নিয়ে শুয়ে থাকতে দেখা যায়।
সামিউলের দাবিগুলো হলো- হল থেকে গণরুম বিলুপ্ত করা, অছাত্রদের বের করা ও গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা।
এদিকে শিক্ষার্থীর অবস্থান কর্মসূচির খবর পেয়ে হলের দায়িত্বরত শিক্ষকরা উপস্থিত হন। তারা দাবি মেনে নেওয়ার আশ্বাসও দিলেও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষার্থী।
সামিউল বলেন, বুধবার থেকে অবস্থান নিয়েছি। উপাচার্য, প্রক্টরসহ হল প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে যতক্ষণ পর্যন্ত না হলে থাকা অছাত্র ও অবৈধ ছাত্রের তালিকা প্রকাশ এবং তাদেরকে হল থেকে বের করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাবো।
বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুর রহমান বলেন, সামিউলের জন্য হলে আসন ব্যবস্থা করেছি। তবে তার অন্য দাবি বাস্তবায়নে সময় প্রয়োজন। কিন্তু সে সময় দিতে চাচ্ছে না। তবুও আমরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছি।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালকদারের মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।
মাহবুব সরদার/এএইচ/জেআইএম