৭ দাবি নিয়ে নীলক্ষেতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৪ জুন ২০২৩

সাত দফা নিয়ে রাজধানীর নীলক্ষেতে মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন তারা।

পরে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে পুনরায় নীলক্ষেত মোড় হয়ে ইডেন কলেজের সামনে আসে। এখন ইডেন কলেজের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে
২. পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে অকৃতকার্য। তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে
৩. বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ব্যাখ্যা ও সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে
৪ .সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা? কোথায় তাদের সমস্যাগুলো উপস্থাপন করবে তা ঠিক করে দিতে হবে
৫. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
৬. শিক্ষক, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে
৭. সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী তসলিম চৌধুরী বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো এর আগেও লিখিত আকারে জানিয়েছি। কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে আজ আবারও রাস্তায় নেমেছি। সমন্বয়কের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা ইডেন কলেজের সামনে অবস্থান করবো।

গত ২৫ মে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দেখা করে।

নাহিদ হাসান/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।