রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ৫০.৮২ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৬ জুন ২০২৩
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার গড়ে ৫০.৮২%। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন।

৫৬০ জন পরীক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। পরীক্ষার ৮ দিন পর ফলাফল প্রকাশ করা হলো বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় ‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগেই ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৬ হাজার ৯০৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৪ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। পাস করেছেন ৭ হাজার ৩২১ জন। পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮০।

তিনি আরও বলেন, বাণিজ্য গ্রুপে ৫০ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অবাণিজ্যে পাস করেছেন ৩৫ দশমিক ১৯ শতাংশ। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রোল দিয়ে ফলাফল জানতে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।

মনির হোসেন মাহিন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।