শাহজালাল বিশ্ববিদ্যালয়

‘কারণ’ ছাড়াই বাতিল গ্রীষ্মকালীন ছুটি, শিক্ষার্থীদের নানা প্রশ্ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৮ জুন ২০২৩
ফাইল ছবি

কারণ উল্লেখ না করেই গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষার্থীদের বলছেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের জন্য এ ছুটি বাতিল করা হয়েছে। সোমবার (৫ জুন) গ্রীষ্মকালীন ছুটি বাতিলের একটি নির্দেশনা আসে। তবে বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে উল্লিখিত ১৮ জুন থেকে ২৬ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো। ফলে ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ক্লাস ও অফিস খোলা থাকবে।

আরও পড়ুন: ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আবিদ, সম্পাদক অভি

বিজ্ঞপ্তি জানাজানি হলে শিক্ষার্থীরা ছুটি বাতিলের কারণ হিসেবে নানা কারণ উল্লেখ করেছেন। তবে প্রশাসন থেকে এ ব্যাপারে কোনো সঠিক জবাব পাওয়া যায়নি।

পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহরাব সাদাত বলেন, তীব্র গরমে যেখানে জনজীবন বিপর্যস্ত, সেখানে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়াই কষ্টসাধ্য। এ অবস্থায় পূর্বনির্ধারিত ছুটি কমিয়ে অতিরিক্ত ক্লাস করানোর যৌক্তিকতা এ মুহূর্তে কতটুকু তা এখন সবার প্রশ্ন। তাছাড়া এমন ছুটি বাতিলের যৌক্তিক কারণ ও ব্যাখ্যা জানার অধিকার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর আছে। একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত ছুটির তালিকা খুব জরুরি কারণ ছাড়া পরিবর্তন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ উল্লেখ না করে এভাবে বন্ধ বাতিল করায় মনে হচ্ছে সিসিক নির্বাচনের ফলেই এমন সিদ্ধান্ত।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ দেলোয়ার হোসেন বলেন, গ্রীষ্মকালীন বন্ধ না থাকলেও গরমের কারণে বন্ধ দেওয়া উচিত ছিল। অথচ কোনো কারণ উল্লেখ ছাড়াই আমাদের প্রাপ্ত বন্ধ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: দুদিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল ৯ জুন

ছুটি বাতিলের কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান জাগো নিউজকে বলেন, দাপ্তরিক কাজে ছুটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আর কিছু বলার নেই।

সিসিক নির্বাচনের কারণে বাতিল হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আমি জানি না।

নাঈম আহমদ শুভ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।