জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, ১৮ জুন রোববার ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ, কলা ও মানবিক অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) অন্তর্ভুক্ত ‘সি-১’ ইউনিট, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট অন্তর্ভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন, থাকছে শিফট পদ্ধতি
‘বি’ ইউনিট অন্তর্ভুক্ত সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ এবং ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা হবে ১৯ জুন সোমবার। ‘এ’ ইউনিটে থাকা গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরীক্ষা হবে ২০ জুন মঙ্গলবার। ‘ডি’ ইউনিট অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে বুধবার ও বৃহস্পতিবার।
এছাড়াও শুক্র, শনি ও রোববার নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (juniv-admission.org) পাওয়া যাবে।
মাহবুব সরদার/আরএইচ/জিকেএস