বাকৃবিতে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি জামাল, ফয়েজ সম্পাদক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ জুন ২০২৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির মো. জামাল হোসেন সভাপতি ও মো. ফয়েজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।

এছাড়াও সহ-সভাপতি মোবারক হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলী, অর্থ সম্পাদক উছমান গনি, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. বাবুল মিঞা, সমাজকল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. ফজলুল হক টিটু এবং মহিলা বিষয়ক সম্পাদিকা ঝুমা রাণী সূত্রধর নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ঘুরে আসুন বাকৃবি বোটানিক্যাল গার্ডেন 

সদস্য নির্বাচিত হয়েছেন মো. ওয়াসিমুজ্জামান, মো. সাইদুর রহমান, মো. আসাদুর রহমান, রুহানুর রহমান মিঠু, মো. বদর উদ্দিন ও মো. আব্দুর রহিম মীর।

প্রধান নির্বাচন পরিচালক মো. লুৎফর রহমান জানান, ১০ টি পদের বিপরীতে প্রার্থী ছিল ২৮ জন। এর মধ্যে সভাপতি পদে পাঁচজন; সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থী ছিল। অর্থ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী সদস্য পদে ৯ প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।