ইবি শিক্ষকের ওপর হামলাকারী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৯ জুন ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন ব্যাংকের চৌড়হাস শাখার ব্যবস্থাপক শামীম আহমেদ।

অভিযুক্তের নাম সোহেল মাহমুদ। তিনি অগ্রণী ব্যাংকের কুষ্টিয়ার চৌড়হাস শাখার প্রিন্সিপাল অফিসার। বৃহস্পতিবার রাতেই ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান অভিযুক্তের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। তবে সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

চিঠিতে বলা হয়েছে, ৭ জুন ইবির আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ওই বিভাগের শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। যা গণমাধ্যমে প্রচারিত হওয়ায় ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া ওই শিক্ষকের ওপর হামলার কারণে সোহেলের বিচার চেয়ে শিক্ষার্থীরা ব্যাংকের চেয়ারম্যানের বরাবর স্মারকলিপি দিয়েছে।

আরও পড়ুন: শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবোরোধ

চিঠিতে আরও বলা হয়েছে, একজন কর্মকর্তা হিসেবে ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অগ্রণী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরি বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তার জবাব পেলে এবং বিস্তারিত তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।

রুমি নোমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।