বিন ইয়ামিন মোল্লার মুক্তি চাইলেন বাবা-মা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৩৮ এএম, ২৫ আগস্ট ২০২৩

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা-মা।

বৃহস্পতিবার(২৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছেলের মুক্তির জন্য আকুতি জানান তারা।

বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আমার ছেলে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রদের অধিকার নিয়ে, জনগণের অধিকার নিয়ে, দেশের দুরবস্থা নিয়ে ন্যায়ের পথে বলেছে। এই ন্যায়ের পথে কথা বলতে গিয়ে তার ওপর অসংখ্যবার হামলা হয়েছে, তাকে বারবার গ্রেফতার করা হচ্ছে, জেলে আটকে রেখেছে এবং রাখছে। বিন ইয়ামিন মোল্লা কোনো চোর-ডাকাত নয়, সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, সে একজন ছাত্র এবং একটি ছাত্র সংগঠনের সভাপতি। তারপরও তাকে একের পর এক মামলা দেখিয়ে গ্রেফতার করা হচ্ছে। তাহলে কি ছাত্ররা রাজনীতি শিখবে না? বিশ্ববিদ্যালয় তো শেখার জায়গা। এখানে রাজনীতি থেকে আচরণ, শিষ্টাচার সবকিছুই শিখবে ছাত্ররা।’

আরও পড়ুন>> ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন কারাগারে

তিনি আরও বলেন, ‘একটি সংগঠন করার জন্য আজকে তাকে এরকমভাবে ধরে নিয়ে বারবার জেলখানায় রাখছে, আদালত জামিন দিচ্ছে, পরক্ষণেই আবার অন্য মামলা দেখিয়ে গ্রেফতার করে নিচ্ছে। এভাবে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রের জীবনকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে ওই ছাত্রের জীবনটা কই গিয়ে দাঁড়াবে! তাই আমার দাবি, শুধু আমার ছেলেই নয়, যারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আসবে তারা যেন এই হয়রানির শিকার না হন।’

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি মো. তারিকুুল ইসলাম বলেন, ‘বিন ইয়ামিন মোল্লা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সব ধরনের ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা একজন ছাত্রনেতা। আমাদের ওপর নিয়মিতই নির্যাতন করা হচ্ছে। আমরা ছাত্রসমাজের অধিকার নিয়ে কাজ করি। ছাত্রসমাজ যখনই কোনো সংকটে পড়েছে এবং যেকোনো যৌক্তিক দাবি জানিয়েছে তাদের দাবির সঙ্গে সবার আগে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে ছাত্র অধিকার পরিষদ। আমরা বিন ইয়ামিন মোল্লার মুক্তি দাবি করছি এবং এরকম বেআইনি গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছি।’

এএসবিডি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।