হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত এক বছরে নগরীর কোতোয়ালি মডেল থানা এবং বন্দর থানায় দায়ের করা একাধিক মামলায় শতাধিক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। যাদের বেশিরভাগ সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। এসব মামলায় হয়রানীমূলক ভাবে অভিযুক্ত হয়ে অনেকে ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

বক্তারা বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অছাত্র, প্রশ্ন ফাঁসে অভিযুক্ত ও মাদক ব্যবসায়ী মুয়িদুর রহমান বাকি ৪২ জনকে আসামি করে একটি মামলা করেছে। এ ধরণের মামলা সম্পূর্ণ হয়রানীমূলক ও বানোয়াট। আমরা মামলাটি প্রত্যাহারের দাবি জানাই।

jagonews24

আরও পড়ুন: ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 

এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ক্যাম্পাসের ছোটোখাটো অনেক ঘটনাতেও এখন মামলা করার সংস্কৃতি চালু হয়েছে। এটি মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারহীনতার সংস্কৃতির প্রভাব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যে কোনো অপরাধমূলক ঘটনার বিধি মোতাবেক ব্যবস্থা নিতো তবে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

এদিকে হয়রানীমূলক ভাবে আসামি হওয়া প্রসঙ্গে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, যেকোনো অভিযোগ থানায় এলে আমরা প্রথমে সেটি তদন্ত করে সত্যতা যাচাই করার চেষ্টা করি। কেউ যেন মিথ্যা মামলায় আসামি হয়ে হেনস্তার শিকার না হয় সে বিষয়ে নজর থাকে৷ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা গ্রহণে আরও বেশি সচেতন থাকা হবে।

শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম ও মাহমুদুল হাসান তমাল, গণিত বিভাগের আবিদ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের খালিদ হাসান রুমি প্রমুখ। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এ কে আরাফাত।

শাওন খান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।