ইউআইটিএসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পুনর্মিলনী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ইউআইটিএস ক্যাম্পাসে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব-ইউসেক ও বিভাগের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সেমিনার, গেম শো, র‍্যাফেল ড্র, শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সঙ্গীত আয়োজন।

দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পিএচপি স্কয়ারে উদ্বোধনী সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও পিএচপি পরিবারের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত আলহাজ সুফি মো. মিজানুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ‌ভুঁইয়া।

jagonews24

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মো. কামরুল হাসান, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আয়শা আক্তার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই এবং সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভা সঞ্চালনা করেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান শিক্ষার্থী এবং ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি মমিনুল হক রাকিব এবং প্রাক্তন শিক্ষার্থী শাকিল ইসলাম সুমন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আয়শা আক্তার স্বাগতে বক্তব্যে অনুষ্ঠান বাস্তবায়নে প্রাক্তন শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বরাবরই সৃষ্টিশীল ও মেধাবীদের মিলনমেলা। আমাদের শিক্ষার্থীদের মেধা বিকশিত করতেই আমরা এ ধরনের ভিন্নধর্মী আয়োজন করে থাকি।

jagonews24

ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. তারিকুল ইসলাম বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের প্রোগ্রাম বিভাগ, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সেতুবন্ধরূপে কাজ করে। এ ধরনের প্রোগ্রাম আরও নিয়মিত আয়োজন করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ বলেন, আজকের এই অনুষ্ঠান আমাকে আমার বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে। ইউআইটিএস আপনাদের ক্যাম্পাস। সুতরাং এই ক্যাম্পাসে নিয়মিত আসবেন এবং এ ধরনের প্রোগ্রামের ধারা অব্যাহত রাখবেন।

jagonews24

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ‌ভুঁইয়া বলেন, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য। শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনে গিয়েও এখনো বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসার জায়গা থেকে এই আয়োজন করেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলহাজ সুফি মো. মিজানুর রহমান বলেন, ইউআইটিএস শুধু একটি প্রতিষ্ঠান নয়। এটি একটি পরিবার। আপনারা সবাই এই পরিবারের সদস্য। আপনারা ভালো সিভিল ইঞ্জিনিয়ার ও ভালো মানুষ হয়ে দেশের সেবায় নিজেদের বিলিয়ে দেবেন সেই প্রত্যাশা আমার। এ সময় তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দিনব্যাপী পুণর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

পরবর্তীতে সিভিলি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর কমিটি ঘোষণার সাথে সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল প্রাক্তন শিক্ষার্থী নিজেদের নাম, ব্যাচ এবং বর্তমান কর্মস্থল সম্পর্কে সবাইকে অবহিত করেন৷

মধ্যাহ্নভোজ এর বিরতির পর শুরু হয় গেইম শো। প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পিএচপি স্কয়ারে ক্যারাম, টেনিস সহ বিভিন্ন গেইম এ অংশগ্রহণ করেন৷ এবং বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানে দলীয় নাচের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা।

এসময় প্রাক্তন শিক্ষার্থীদের জন্য র‍্যাফেল ড্র আয়োজন করা হয় বিভাগের পক্ষ থেকে৷ র‍্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ছাত্রকল্যাণ উপদেষ্টা মো: তারিকুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুব্রত রয়।

শিক্ষার্থীদের পরিবেশনার পর ঐতিহাসিক সব গানে মাতিয়ে তুলেন ব্যান্ড দল “সুপ্রকাশ এন্ড ফ্রেন্ডস”।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।