বঙ্গবন্ধুর কন্যা নৌকার পাকা মাঝি: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্বের সামনেই আমাদের প্রধানমন্ত্রী বলে দেন তিনি ফিলিস্তিনি মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তখনই বুঝি নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী পিতার মতোই আপসহীন।

তিনি বলেন, আমাদের শক্তিটাও সেখানে আবার ভয়ও সেখানে। আজ আমাদের সক্ষমতা বেড়েছে, ভয়ও বেড়েছে। বঙ্গবন্ধুর কন্যা নৌকার পাকা মাঝি। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে তার নৌকা পাড়ে পৌঁছাবে ইনশা আল্লাহ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘আশা-নিরাশায় দোলায় হে’ শিরোনামে বঙ্গবন্ধু অধ্যাপক বক্তৃতা-৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বঙ্গবন্ধুর কন্যা নৌকার পাকা মাঝি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, যে পথ দেখিয়েছিলেন আজ বঙ্গবন্ধুকন্যা সে পথে হাঁটছেন। তার স্বপ্ন ছিল মানুষের অধিকার দেওয়া। তিনি সারা বিশ্বের শোষিত মানুষের বিপ্লবের নেতা হয়েছিলেন। তাকে নির্বংশ করা তাদের (খুনি) উদ্দেশ্য ছিল। দীর্ঘ ৪২টি বছর প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাকে ১৫ বার হত্যাচেষ্টা করা হয়েছে। স্রষ্টা তাকে বাঁচিয়েই রেখেছেন তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএসের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু অধ্যাপক ড. সনৎকুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীর।

মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।