নবীনদের পদচারণায় মুখর রাবি ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত মতিহারের সবুজ চত্বর। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকেই রঙিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে তাদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যা বাড়তে থাকে।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিদিনের চেয়ে একটু অন্যরকম সাজে ক্যাম্পাসে এসেছেন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। পরিচিতর মাধ্যমে বরণ করে নেন বিভাগের শিক্ষকরাও। এ যেন অন্য রকম এক উৎসব।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নতুনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় নতুন-পুরোনো শিক্ষার্থীদের আড্ডা ছিল লক্ষণীয়। তবে পুরাতনদের ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের আগমন ছিল চোখে পড়ার মতো।

নবীন বরণ অনুষ্ঠান শেষে সবাই যখন একাডেমিক ভবন থেকে বেরিয়ে আসেন তখন যেন আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। অনেকে আবার বসে পড়েছেন আনন্দ আড্ডায়। প্রবীণদের কেউ কেউ আবার গান ধরেছেন মনের আনন্দে। ক্যাম্পাসের পুরোটায় এক আনন্দঘন পরিবেশে।  

jagonews24

আরও পড়ুন: র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স রাবি প্রশাসন 

পরীক্ষা দিতে এসে রাবিতে পা রাখতেই মন কেঁপে উঠে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী তারিফুল ইসলাম মুহতাদির। তিনি জাগো নিউজকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এতো সুন্দর ও গুছানো বিশ্ববিদ্যালয় খুব কম দেখেছি। আমি পরীক্ষা দিতে এসে এ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখে
সত্যিই অবাক হই। বাস থেকে নেমে বিশ্ববিদ্যালয়ে পা রাখতেই আমার মন কেঁপে ওঠেছিল। তখন এর কারণ বুঝতে সমস্যা হলেও রেজাল্টের পর বুঝতে পারলাম এটাই হচ্ছে আমার আগামী গন্তব্য। একটি সুন্দর, পরিষ্কার এবং নির্মল বাতাসের শহরে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত।

পঞ্চগড় থেকে বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে ভর্তি হয়েছে সোহান নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, প্রথম ক্লাসের অনুভূতি আলাদা। রাত থেকেই খুব এক্সাইটেড ছিলাম। কখন সকাল হবে কখন ১০টা বাজবে। বিভাগের শিক্ষকরাও খুব আন্তরিক। তারা আমাদের ফুল-কলম বরণ করে নিয়েছেন।

নীলফামারী থেকে নিজের অভিভাবককে সঙ্গে নিয়ে এসেছেন নবীন শিক্ষার্থী মুন্নি শাহা। জানতে চাইলে তিনি বলেন, স্বপ্নের ক্যাম্পাসে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করে আলাদা এক অনুভূতির সঙ্গে পরিচয় হলাম।

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।