বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৩২ আসনের রিডিং রুম পেলেন বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৩২ আসন বিশিষ্ট রিডিং রুম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু হলের দ্বিতীয় তলায় আবাসিক শিক্ষার্থীদের জন্য রিডিং রুম উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।
এসময় উপাচার্য বলেন, যা হচ্ছে এতেই আলহামদুলিল্লাহ। লাইব্রেরির পাশে আসন সংখ্যা বাড়ানোর জন্য আমরা এরই মধ্যে টেন্ডার পাশ করেছি। সাড়ে আটশ কোটি টাকার একটি মেগা প্রকল্প প্রস্তাব হিসেবে জমা দিয়েছি। অনুমোদন পেলে এসবের নির্মাণ কাজ শুরু হবে।
আরও পড়ুন: লেখক ফোরামের সভাপতি মমিনুর, সম্পাদক নুর আলম
নতুন রিডিং রুম পেয়ে সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, উপাচার্য কাজে বিশ্বাসী।পড়াশোনার জন্য নতুন পরিবেশ সৃষ্টি করার জন্য ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদ, বহিরঙ্গন পরিচালক সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড.বিজন মোহন চাকী, সহকারী প্রভোস্ট ড.হারুন-আল রশীদ ও সাইফুল ইসলাম সজীব, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ সাধারণ শিক্ষার্থীরা।
জেএস/এএসএম