জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
হল অফিসে তালা ঝুলিয়ে প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ দুই দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে হলটির অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রোববার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। মধ্যরাত পর্যন্ত চলে তাদের বিক্ষোভ।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দুদিনের মধ্যে হল প্রভোস্টের পদত্যাগ এবং হলের সব সমস্যা সমাধান করা।
বিক্ষোভ সমাবেশে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সৌভিক বলেন, একটি হলের যেসব সুযোগ-সুবিধা থাকার কথা আমরা সেগুলো পাচ্ছি না। আমাদের হলের পয়:নিষ্কাশন ব্যবস্থা ভালো না, হলের সামনে পানি জমে থাকে। খেলার মাঠের অবস্থা ভালো না। প্রভোস্ট এতদিন ধরে দায়িত্ব পালন করছেন কিন্তু হলের উন্নয়নে কোনো কাজ করেননি। আমরা এ প্রভোস্টের পদত্যাগ চাই।
হলটির আরেক আবাসিক শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা গেলে যে প্রভোস্ট মনে করেন তার সময় নষ্ট হয় সেই প্রভোস্টকে আমাদের হলে দরকার নেই। আমাদের দাবি হলো দুদিনের ভেতর এ প্রভোস্টকে পদত্যাগ করতে হবে এবং হলের সব সমস্যার সমাধান করতে হবে।
হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমার পূর্ণ সমর্থন আছে। আমি সমস্যাগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়েছি। কিন্তু সেখান থেকে বাজেট দেওয়া হয়নি। তাই হলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছি না।
মাহবুব সরদার/এসজে/জেআইএম