শাবিপ্রবিতে জাতীয় ছাত্রদলের সভাপতি ওয়াসিম, সম্পাদক তুখোড়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বামপন্থি সংগঠন জাতীয় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ওয়াসিম মুহাম্মদ শামস সভাপতি ও সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের তুখোড় মিলেনিয়াম আরেং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে সংগঠন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি সজিব আহমেদ জয়, রাখেশ চন্দ্র দাস, জুয়েল চাকমা; সহ-সাধারণ সম্পাদক শুভ্রদেব হাজং, তুহিনুর রহমান; সাংগঠনিক সম্পাদক সালমান শাহ, অর্থ-সম্পাদক এমংছাইন মারমা, প্রচার সম্পাদক হেদায়েত আলী সাব্বির, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সামাউন কবির ও পাঠচক্র সম্পাদক খালেদ সাইফুল্লাহ।

সদস্য হিসেবে রয়েছেন উসমান গণি, শিবানন্দ হাজং, মিলন বিশ্বাস, সজীব হাসান, মাহফুজ হাসান আলো, ওমর আব্দুলাহ ও রেজাউল করিম।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সংগঠনের ১৭তম কাউন্সিলে এ নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।

নাঈম আহমদ শুভ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।