রাবির কাজলা গেটের সামনে পণ্যবাহী ট্রাকে আগুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৭ নভেম্বর ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ অগ্নিসংযোগ করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মতিহার থানার পরিদর্শক মো. রুহুল আমিন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহীগামী পণ্যবাহী ট্রাকের পথরোধ করেন কয়েকজন ব্যক্তি। পরে ট্রাকে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তারা। পণ্যবাহী ট্রাক হওয়ায় অল্পতেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মতিহার থানা পরিদর্শক রুহুল আমিন বলেন, ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি টহলে থাকা কয়েকজন পুলিশ আমাকে জানায়। গাড়ির চালক থেকে পাওয়া তথ্য মতে, চলন্ত মোটরসাইকেল থেকে পেট্রল বোমা ছোড়া হয়। তবে কে বা কারা পেট্রল ছুড়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে আমাদের পক্ষ থেকে কাজ চলছে।

মনির হোসেন মাহিন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।