ঢাকা কলেজে দ্বিতীয় দিনের মতো চলছে বিজ্ঞান প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

রাজধানীর ঢাকা কলেজে দ্বিতীয় দিনের মতো চলছে নবম ডিসিএসসি আন্তর্জাতিক বিজ্ঞান প্রদর্শনী। এতে দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রদর্শনী করছেন।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজর টেনিস গ্রাউন্ডে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী দল প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

jagonews24

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী লুবানা অফরিন বলেন, বিজ্ঞান প্রদর্শনীতে এসে ভালো লাগছে। নতুন নতুন উদ্ভাবনী জিনিস দেখতে পারছি। প্রদর্শনীতে এসে অনেক অভিজ্ঞতা হলো।

ঢাকা কলেজ সাইন্স ক্লাবের আয়োজনে এবারের প্রদর্শনীতে প্রজেক্ট ডিসপ্লের জন্য নিবন্ধন করেছে ১৫০টি দল। ২৩৪টি ওয়াল ম্যাগাজিন, কুইজ এবং অলিম্পিয়াডের ২৮টি পর্ব মিলিয়ে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেবেন।

এছাড়া ১০টি দেশের ১২টি দল প্রদর্শনীতে অনলাইনের মাধ্যমে অংশ নেবে। সব মিলিয়ে প্রদর্শনীতে অংশ নেওয়া বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন হাজারেও বেশি।

এনএস/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।