চবিতে ছাত্রীদের হেনস্তার অভিযোগে দুই আনসার সদস্য বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

ইভটিজিং ও ছাত্রীদের হেনস্তার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটে দায়িত্বরত দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বার) সন্ধ্যা ৭টার দিকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তর সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই আনসার সদস্যরা হলেন- মো. আশিকুর রহমান (২৮) ও মো আনিসুর রহমান (৩০)। এর আগে প্রক্টর বরাবর ওই আনসার সদস্যদের নামে অভিযোগপত্র দেন বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রী।

অভিযোগপত্রে তারা বলেন, ‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। আমাদের কয়েকজন ছাত্রী ফরেস্ট্রিতে কর্মরত নিরাপত্তাকর্মী দ্বারা সম্প্রতি ইভটিজিংয়ের শিকার হয়েছেন। তাদের করা কাজগুলো হলো- অপ্রস্তুত অবস্থায় মেয়েদের ছবি তোলা, ইচ্ছাকৃত মেয়েদের ওয়াশরুমে বসে থাকা, ফরেস্ট্রির রাস্তায় মেয়েদের দিকে বাজেভাবে তাকানো, শিস দেওয়া ও গান গাওয়া এবং ডিউটি বাদ দিয়ে একাডেমিক ভবনে ঘোরাফেরা করা।’

এ বিষয়ে ফরেস্ট্রি ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রীর কাছে জানতে চাওয়া হলে বলেন, ওই দুই আনসার সদস্য অনেকদিন ধরে এরকম আচরণ করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না। আজ আমরা সবাই মিলে অভিযোগ দিয়েছি। তাদের ফোনে অনেক মেয়ের ছবি পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার মো. হিশাম বলেন, ‘ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ‘ফরেস্ট্রি ইনস্টিটিউটের কতিপয় ছাত্রী আমাদের কাছে আনসার সদস্য কর্তৃক ইভটিজিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আমরা মেয়েদের ছবি আনসার সদস্যদের ফোনে পেয়েছি। পরে তাদের জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এরই মধ্যে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে দুই আনসার সদস্যের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগামীকাল তদন্ত কমিটি গঠন করবো। কমিটির প্রতিবেদন অনুসারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আহমেদ জুনাইদ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।