বাসচাপায় রুবেলের মৃত্যু
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন
ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সাবেক শিক্ষার্থী ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে রুবেল পারভেজের হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, ‘রুবেল পারভেজের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, তা আমরা পূরণ করতে পারবো না। কিন্তু রুবেলের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, ‘বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাবির সাবেক শিক্ষার্থী রুবেলকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এর বিচার করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত মহাসড়কে সেলফি পরিবহন চলতে দেওয়া হবে না।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমানসহ, বিভিন্ন বিভাগ ও ব্যাচের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাহবুব সরদার/এনআইবি/এএসএম