আজও পরীক্ষায় অংশ নেননি বুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৪
শিক্ষার্থীদের পদচারণা না থাকায় ফাঁকা বুয়েট ক্যাম্পাস/ ছবি- জাগো নিউজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ছাত্ররাজনীতি মুক্ত রাখতে আন্দোলনের কর্মসূচি হিসেবে আজও শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় অংশ নেননি। এ নিয়ে তৃতীয় দিনের মতো পরীক্ষা বর্জন করলেন তারা। এর আগে গত ৩০ ও ৩১ মার্চ দুটি পরীক্ষায় অংশগ্রহণ করেননি শিক্ষার্থীরা।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে বুয়েট ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের পদচারণা তেমন একটা দেখা যায়নি। দু-একজন শিক্ষার্থী ব্যক্তিগত কাজে এসেছেন। তবে যথারীতি চলছে অফিস।

শিক্ষার্থীরা জানান, বুধবার বুয়েটের ১৮ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

আজও পরীক্ষায় অংশ নেননি বুয়েট শিক্ষার্থীরা

খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটিতে বুয়েটের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বুয়েট অফিস বন্ধ ৯ থেকে ১৪ এপ্রিল। ফলে ঈদের আগে আর কোনো ক্লাস বা পরীক্ষা না থাকায় শিক্ষার্থীদের অনেকে বাড়ি চলে গেছেন।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়ার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ে গেলে তিনি কয়েকজন সাংবাদিককে দুই ঘণ্টা বসিয়ে রাখেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলে চলে যান।

এনএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।