ঢাবি সংগীত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২২ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংগীত বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াংকা গোপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

jagonews24

নবীন শিক্ষার্থীদের পক্ষে সেউতি সাহা সৃজা এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সৌম্য স্নিগ্ধা ভঞ্জা অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সংগীতচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সাধনা, চর্চা ও মনোযোগ সহকারে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে দক্ষ হতে হবে। দেশে সংগীতচর্চার উৎকর্ষ সাধনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ অনবদ্য অবদান রেখে চলেছে।

jagonews24

শিক্ষা, গবেষণা, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমগুলো যথাযথভাবে ডকুমেন্টেশন করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, এসব বিষয় যথাযথভাবে উপস্থাপন করা গেলে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত হবে। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএইচএ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।