ঢাবিতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:০২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে র‍্যালি বের করেছে সংগঠনটি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি মৎস্য ভবন ও প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

ঢাবিতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

র‍্যালিতে সংগঠনটির নেতাকর্মীরা ‘নারূয়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘শুভ শুভ শুভ দিন—শিবিরের জন্মদিন’, ‘আল কোরআনের আলো—ঘরে ঘরে জ্বালো’ ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।

র‌্যালিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এমএইচএ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।