যুবককে পিটিয়ে হত্যা, পুলিশ করলো অপমৃত্যুর মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৯ মার্চ ২০২৫

বরিশাল নগরীতে ধর্ষণের অভিযোগ দিয়ে সুজন হাওলাদার (২৪) নামে এক তরুণকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এখনো কোনো মামলা করেনি নিহতদের পরিবার। তবে এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে।

গত ১৫ মার্চ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা জিয়ানগরে দিনদুপুরে পিটিয়ে হত্যার এ ঘটনা ঘটে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় জড়িত ব্যক্তিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

নিহত সুজনের বাবা মনির হাওলাদার বলেন, ঘটনার দিনই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে ছেলের দাফনের কারণে গ্ৰামের বাড়িতে থাকায় মামলা করতে পারেননি। বরিশাল শহরে গিয়ে মামলা করবেন।

এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে সুজনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সুজনের পরিবার গ্ৰামের বাড়িতে থাকায় মামলা করতে পারেননি। তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে, বরিশালে এসে মামলা করবেন।

এ বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আজাদ রহমান বলেন, কাউকে পিটিয়ে হত্যার নিয়ম নেই, অপরাধ করলে আদালত বিচার করবে। সুজনকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ হত্যা মামলা করে আইনি ব্যবস্থা নেবে, এখানে অপমৃত্যুর মামলা হওয়ার সুযোগই নেই। কেননা কারা হত্যা করলো তা তো সবাই দেখেছে। পুলিশ দায়িত্ব এড়ানোর জন্য হত্যা মামলার পরিবর্তে অপমৃত্যুর মামলা দিয়েছে।

শাওন খান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।