রংপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৫ মে ২০১৬

রংপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে শহরের কেরামতিয়া মসজিদের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর হনুমানতলা এলাকার মাসুদুল ইসলাম টিটু (৪০) ও গুপ্তপাড়ার সৈয়দ এহসানুল হক ঈশা (৩২)। এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

রংপুর কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, গ্রেফতাকৃতরা প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতয়ালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মাদক বিরোধী মামলা রয়েছে।

জিতু কবীর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।