আশাশুনিতে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৭ মে ২০১৬

সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে মনোহর মন্ডল (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে মাদিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোহর মন্ডল মাদিয়া গ্রামের মৃত. শশি মন্ডলের ছেলে।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, মনোহর মন্ডল মাদিয়ার বিলে যাওয়ার সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।

আকরামুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।