রাজশাহীতে মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে আরও একজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

রাজশাহীতে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে জেলার চারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই যুবক হলেন চারঘাট উপজেলার নিমপাড়া এলাকার মাসুদ রানা (৩৫) ও নাদিম ইসলাম (২৮)।

সকালে দুই ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। এর মধ্যে মাসুদ রানা সকালে সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নাদিম ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে মারা যান।

এ ঘটনায় মোহাম্মদ টনি নামের আরও এক যুবক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসাধীন মোহাম্মদ টনি জানান, নাদিম ইসলাম তার বন্ধু। গাড়ি না থাকায় আরেক বন্ধু মাসুদ রানার ভ্যান রিজার্ভ করে চলাফেরা করেন। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসুদ রানা, নাদিম ও মেহেদী একসঙ্গে ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ পান করতে যান। তিনি সামান্য একটু পান করার পর অসুস্থবোধ করেন। তখন তিনি বিরত থাকেন। কিন্তু নাদিম ও রানা বেশি পরিমাণে মদ পান করেন। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন বলেন, ‘আমার স্বামী রোববার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। মদ পান করেছিলেন কিনা জানি না। রাতে দুটি বিস্কুট ছাড়া আর কিছু খাননি। সোমবার সারাদিন ঘুমিয়েছেন। সন্ধ্যার পর থেকে পেট ব্যথা শুরু হয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে রাত ২টার দিকে হাসপাতালে নিলে সকালে মারা যান।’

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নিমপাড়া এলাকায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।