শ্রমিকের মৃত্যু

ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:১২ এএম, ২১ এপ্রিল ২০২৫

ময়নাতদন্ত ছাড়াই ইটভাটা শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে সড়ক অবরোধের পর রাত সাড়ে ১১টায় তুলে নেন শ্রমিকরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

শ্রমিকদের ভাষ্য, রোববার দুপুর ১২টার দিকে মাসকাটা দিঘী এলাকার বিএসবি ইটভাটার শ্রমিক রেজাউল করীম কাজ করা অবস্থায় মারা যান। এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে নিহত শ্রমিকের পরিবার ও তার সহকর্মীরা ময়নাতদন্তে আপত্তি জানান। স্ট্রোক করে মারা যাওয়ায় তারা ময়নাতদন্ত করতে দিতে রাজি নন।

এ নিয়ে সন্ধ্যা থেকে টানাপড়েন শুরু হয় পুলিশ ও শ্রমিকদের মধ্যে। রাতে ইটভাটার শ্রমিকরা কাটাখালি থানার সামনের সড়কে অবস্থান নেন। এতে রাজশাহী নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে এগারটায় শ্রমিকরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাওয়ার পর অবরোধ তুলে নেন।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় নিহত রেজাউলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সাখাওয়াত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।