রংপুরে গণিত পরীক্ষার প্রশ্নপ্রত্র ফাঁসে বিভ্রান্তি
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) গণিত (তত্ত্বীয়) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি গুজব। কে বা কারা বিভ্রান্তি ছড়িয়েছে। এমন ভুয়া প্রশ্নপত্র হাতে পায় পরীক্ষার্থীরা।
রোববার দুপুর দুইটা থেকে গণিত বিষয়ের পরীক্ষা বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে অজ্ঞাতস্থান থেকে এই ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে দেয়া হয়েছিল বলে পরীক্ষার্থীরা জানায়।
পরীক্ষার্থীদের অভিযোগ রংপুরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়া ভুয়া গণিত বিষয়ের খ সেট প্রশ্নপত্র কে বা কারা অজ্ঞাতস্থান থেকে ফাঁস করে দেয়। বিনাকা ও ২৬৫ নম্বরের বিষয় কোড ছিল এই প্রশ্ন পত্রটিতে।
পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিভাবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পড়ে যায় বিপাকে। যা রংপুর শহরে তোলপাড় সৃষ্টি করে।
এদিকে পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের জানায়, ফাঁস হওয়া প্রশ্ন পত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের কোনো মিল ছিলনা। তারা শ্যামলী নামের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে।
রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, গণিত পরীক্ষা দুপুর দুইটায় ছিল। কিন্ত তার অনেক আগে প্রশ্নপত্র ফাঁসের কথা ছড়িয়ে পড়ে। যে প্রশ্নপত্র ফাঁস হয়ে হাতে পাওয়া যায় তা ছিল ভুয়া। এ ঘটনায় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হবার আহ্বান জানান।
জিতু কবীর/এমএএস/পিআর