কথা দিয়ে গেলাম আমরা আপনাদের পাশে থাকবো
আপনারা এই দেশেই শক্তিশালী সংগঠন তৈরি করুন এবং এই দেশেই থাকুন। ভারত আপনাদের সহায়তা করবো। এদেশের সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।
ভারতের আরপিআই পার্টির সভাপতি রাজ্যসভার প্রভাবশালী সংসদ সদস্য রামদাস আতাউলে, বিজিপির জাতীয় সম্পাদক ও দলটির পশ্চিমবঙ্গের মূখ্য পর্যবেক্ষক সুরেশ পূজারী ও বিজিপির কার্যনির্বাহী সদস্য অরুন হালদার
সংখ্যালঘুদের দেশ না ছাড়ার আহ্বান জানিয়ে তারা বলেন, কথা দিয়ে গেলাম আমরা আপনাদের পাশে থাকবো।
রোববার রাতে মাদারীপুরের রাজৈরের বাথানবাড়ি নরনারায়ণ সেবাশ্রমে আন্তর্জাতিক সনাতন ধর্ম মহাসম্মেলনে তারা এসব বলেন।
মহাসম্মেলনের আয়োজন করে দক্ষিণ এশিয়া দলিত সম্প্রদায় ফোরাম। প্রস্তুতি কমিটির আহ্বায়ক ধীরেন্দ্র নাথ বারুরীর সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান আল আমিন মোল্লার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের আরপিআই পার্টির সভাপতি রাজ্যসভার প্রভাবশালী সংসদ সদস্য রামদাস আতাউলে।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দ অংশ নেন।
এ কে এম নাসিরুল হক/এমএএস/এবিএস