ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১২ মে ২০২৫

বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন রোর ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান তারা।

শ্রমিকরা জানান, রোর ফ্যাশন লিমিটেড নামের কারখানাটিতে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক রয়েছেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন, গত ঈদ বোনাস ও অন্যান্য পাওনা ১১ মার্চের মধ্যে পরিশোধ করার কথা বলে পরিশোধ করেননি। পরে ২৬ মার্চ কারখানাটি লে-অফ ঘোষণা করে। কারখানার মালিক শ্রমিকদের বকেয়া বেতন দিতে গড়িমসি করছেন।

ফলে মহাসড়ক অবরোধ করে দুপুর ১২টা থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান তারা।

কারখানার শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, আমরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তবুও প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে এসেছি।

শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন সিকদার বলেন, বকেয়া বেতনের বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের আশ্বাসে মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

এ বিষয়ে জানতে রোর ফ্যাশনের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

তবে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা বলেন, বকেয়া পাওনা নিয়ে শ্রমিকদের সঙ্গে অনেকদিন ধরে ঝামেলা চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাবেন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।