জয়পুরহাট
‘ঘুস ছাড়া’ কোনো কাজই করেন না, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

জয়পুরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ঠিকাদাররা।
বুধবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে ঠিকাদাররা অভিযোগ করেন, জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম দায়িত্ব নেওয়ার পর থেকে ঘুস ছাড়া কোনো কাজ অনুমোদন করছেন না। টেন্ডার অনুমোদন থেকে শুরু করে বিল ছাড় পর্যন্ত ১ শতাংশ হারে ঘুস দাবি করা হচ্ছে। এলজিইডির নিজস্ব রোলার না থাকায় বাইরের রোলার ব্যবহারের অনুমতিতেও আর্থিক লেনদেন করতে হচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, বিল প্রদান প্রক্রিয়ায় ইচ্ছাকৃত বিলম্ব, অজুহাতে কাজ আটকে রাখা এবং আর্থিক সুবিধা ছাড়া কার্যক্রম শুরু করতে না দেওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ঠিকাদাররা দাবি করেন, প্রকৌশলী শাহ আলম স্বীকার করেছেন, তিনি এ পদে আসতে মোটা অংকের টাকা খরচ করেছেন। তা পুনরুদ্ধার করতেই ঘুস বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে ঠিকাদাররা উল্লেখ করেন, নওগাঁর একজন পলাতক আসামিকে গোপনে ডেকে এনে প্রায় আট কোটি ৪০ লাখ টাকার একটি প্রকল্পে চুক্তিবদ্ধ করা হয়েছে, যা আইন ও নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন।
তাদের দাবি, একজন অসৎ ও বিতর্কিত কর্মকর্তার নেতৃত্বে জেলা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। তারা অবিলম্বে শাহ আলমের অপসারণ এবং একজন সৎ, নীতিবান প্রকৌশলীর নিয়োগ দাবি করেন।
এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলমের বক্তব্য পাওয়া যায়নি।
তবে জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘শাহ আলম স্যার এরইমধ্যে বদলি ও ছুটির আবেদন করেছেন। তিনি ২০২৫ সালের ৩০ জানুয়ারি জয়পুরহাটে যোগদান করেছিলেন।’
আল মামুন/এসআর/জিকেএস