মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৫:২৭ এএম, ২২ মে ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সাইদুল হক সুমনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) রাত ১১টায় উপজেলার বড়তাকিয়া বাজারে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে প্রাইভেট কার তল্লাশি করে তাকে আটক করা হয়।

সাইদুল হক মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আমিনুল হকের ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখে বড়তাকিয়া বাজার থেকে প্রাইভেটকার তল্লাশি করে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এমএমডি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।