এরুলিয়া ইউনিয়নে ৫টি কেন্দ্রের ভোট স্থগিত
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টি কেন্দ্রের ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপারে একজন চেয়ারম্যান প্রার্থীর নাম ভুল ছাপা হওয়ায় এ ঘোষণা দেয়া হয়।
শনিবার বিকেল ৪টার দিকে নির্বাচন কমিশন থেকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।
সকাল থেকে অন্যান্য ইউনিয়নের মতো সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়। ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১নং ওয়ার্ডের কাহালো সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডের ঘোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডের শিকারপুর পিইউ ফাজিল মাদরাসা, ৫নং ওয়ার্ডের বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৬নং ওয়ার্ডের শিকারপুর কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সরবরাহ করা ব্যালটে নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম লিটনের পরিবর্তে ছাপা হয়েছে ফিরোজ আহম্মেদ।
দুপুরের দিকে বিষিয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। এরপর জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে বিকেলে নির্বাচন কমিশন এরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা স্থগিত করে।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, ব্যালট পেপারে ভুল মুদ্রণের কারণে পাঁচ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এই কেন্দ্রেগুলো পরবর্তীতে ভোট গ্রহণ করা হবে।
এআরএ/আরআইপি